বাগেরহাট প্রতিনিধি: দুই সন্তানকে সঙ্গে নিয়ে সুন্দরবন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরাও তার সঙ্গে ছিলেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে তিনি সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র করমজলে যান। এক ঘণ্টারও বেশি সময় ধরে তিনি সুন্দরবন ঘুরে দেখেন। এ সময় পুতুলের সঙ্গে তার দুই সন্তানও ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির। তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুল আসার আগাম কোনো খবর আমাদের কাছে ছিল না। এখানে আসার পর তার নিরাপত্তা কর্মকর্তা বিষয়টি আমাকে জানান। সুন্দরবনে অবস্থানকালীন সময়ে তিনি করমজলের বিভিন্ন স্পট এবং এখানকার বন্য প্রাণী ঘুরে দেখেন বলেও বন কর্মকর্তা জানান।
Discussion about this post