জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে দুটি শিশুকে ধর্ষণের মামলায় আবু সালাম (৫৫) নামে এক ব্যক্তির ৬০ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরসহ মোট ৬৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পৃথক দুটি মামলায় ৩০ বছর করে মোট ৬০ বছরের কারাদণ্ডাদেশ দেন জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ রুস্ত আলী। জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পিপি ফিরোজা চৌধুরী জানান, ২০১৭ সালের ১৪ জুলাই সকাল আনুমানিক ১০টা ৩৫ মিনিটে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর পূর্ব পাড়ার মোজাফফরের বাড়িতে দুধ নিতে যায় দুই শিশু বান্ধবী। দুধ নিয়ে বাড়ি ফেরার পথে আনুমানিক ১১টা ৫মিনিটের সময় ওই এলাকার আবু সালাম (৫৫) শিশু দুটিকে তার বাড়িতে টিভি দেখানোর প্রলোভন দিয়ে নিয়ে যায়। এ সময় শিশু দুটির হাতে ২০ টাকা দিয়ে ঘরের দরজা বন্ধ করে চাকুর ভয় দেখিয়ে পর্যায়ক্রমে শিশু দুটিকে ধর্ষণ করেন সালাম। পরবর্তীতে শিশু দুটিকে হাসপাতালে চিকৎসা দেওয়া হয় এবং এ সংক্রান্ত মামলায় আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।এরপর আসামি জামিন নিয়ে পলাতক থাকায় দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আসামির অনুপস্থিতেই এই রায় ঘোষণা করেন আদালতের বিচারক।
Discussion about this post