বিশেষ প্রতিনিধি: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে লাইনচ্যুত হওয়া পদ্মা এক্সপ্রেস ট্রেনের বগি সরিয়ে নেওয়ার পর প্রায় দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।এর আগে রাত পৌনে ৯টার দিকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশের সময় ওয়াচম্যানের ভুল সিগন্যালের কারণে লাইনচ্যুত হয়। এর ফলে ব্রডগেজ লাইন থেকে মিটারগেজ লাইনে ঢুকে পড়ে ট্রেনের কয়েকটি বগি। এই দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে, রাজবাড়ী সড়কেও যান চলাচল ব্যাহত হয়।জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, অন্য একটি ট্রেনের ইঞ্জিনের সাহায্যে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল আবার শুরু হয়।
Discussion about this post