স্টাফ রিপোর্টার(বরিশাল): নগরীর পোর্ট রোড মসজিদ সংলগ্ন এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জোনায়েত হোসেন (২৫) সিলেটের হবিগঞ্জ জেলার চুনারঘাট গ্রামের মৃত মনির মিয়ার ছেলে। শুক্রবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই রুহুল আমিন জানান, ঢাকা থেকে দুই কেজি গাঁজা নিয়ে নগরীর রসুলপুর এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী রেজাউলের স্ত্রী সোহাগীর কাছে বিক্রয়ের উদ্দেশ্যে জোনায়েত বরিশালে আসে। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির পুলিশ জোনায়েতের সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশী চালিয়ে গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।






















































Discussion about this post