স্পোর্টস ডেস্ক: ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় উদযাপনের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। হাঁটুর চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। ফলে আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামতে পারছেন না চেলসি তারকা। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে ৭৮ মিনিট মাঠে ছিলেন এনজো। আর্জেন্টিনার ১–০ গোলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে ম্যাচ শেষে জানা যায়, হাঁটুর অস্বস্তিতে ভুগছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। চোটের কারণে আন্তর্জাতিক বিরতির বাকি অংশে দলের বাইরে থাকতে হচ্ছে তাকে। চলতি মৌসুমে চেলসির হয়ে নিয়মিত খেলছেন এনজো ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগে সাত ম্যাচে করেছেন তিন গোল ও একটি অ্যাসিস্ট। যদিও ইউরোপীয় আসর চ্যাম্পিয়নস লিগে এখনো নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি। আন্তর্জাতিক বিরতির পর নটিংহ্যাম ফরেস্টের মাঠে ফিরবে চেলসি। এরপর আয়াক্স ও সান্ডারল্যান্ডের বিপক্ষে দুটি হোম ম্যাচ খেলবে দলটি।
Discussion about this post