বিনোদন ডেস্ক: বলিউডের রণবীর কাপুর ও রণবীর সিং- দুইজনের নামের সঙ্গেও যেমন রয়েছে মিল, তাদের সঙ্গে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের দারুণ রসায়ন রয়েছে। দীপিকার বাস্তব জীবনে এক রণবীর সিং তার স্বামী, অন্যজন অর্থাৎ রণবীর কাপুর তার প্রাক্তন। বলা যায়, এই দুই প্রভাবশালী অভিনেতাকে কাজের সুত্রে তাদের খুব কাছ থেকে দেখেছেন দীপিকা। তাই তো দুইজনকে প্রায় সমান প্রাধান্যই দেন অভিনেত্রী। এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল, তার কাছে সেরা অভিনেতা কে। তার ব্যাখ্যাও দেন দীপিকা। খানিকটা ভেবে উত্তর দেন, ‘এটা এমন একটা প্রশ্ন, যেন তুমি মাকে বেশি ভালবাসো না বাবাকে! বুঝতেই পারছো…’। এরপর দীপিকা তার কথার ব্যাখ্যা করে বলেন, ‘আমরা সবসময় তুলনা করতে থাকি ছবি, অভিনেতা, সহ-অভিনেতা- তুলনার যেন কোনো শেষ নেই। রণবীর কাপুর, রণবীর সিং, দুইজনের ব্যক্তিত্ব আলাদা, তাদের কাজের ধরনও ভীষণ আলাদা। ওরা যেমন, আমরা বরং সেইভাবেই ওদের ভালোবাসতে বা স্বীকৃতি দিতে শিখি। আমার মনে হয়, এটাই হওয়া উচিত।’ এমন একটা উত্তরের পর নেটদুনিয়ায় বিতর্ক থামেনি। কেউ বলেছেন, ‘তোমার অন্তত নিজের মানুষটাকে (রণবীর সিং) তো বেছে নেওয়া উচিত ছিল’, আবার কেউ দীপিকার এই অন্যরকম দৃষ্টিভঙ্গিকে বলেছেন ‘ভীষণ বুদ্ধিদীপ্ত এবং উত্তর হিসেবে দারুণ’।
Discussion about this post