আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে একটি চারতলা ভবনে ভয়াবহ আগুন লেগে এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৪০ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার বিকেলে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের চেষ্টায় রাতে নিয়ন্ত্রণে আসে আগুন। এখন উদ্ধার অভিযান চলছে। ভবনটির প্রত্যেকটি ফ্লোর করা হচ্ছে তল্লাশি। কীভাবে আগুন লেগেছে তা বলতে পারেনি ফায়ার সার্ভিস। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আগুনে মৃতদের প্রত্যেক পরিবারকে দুই লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দফতর।
Discussion about this post