স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় দায়িত্ব পালনকালে লরির চাপায় এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) ভোরে উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টরে দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে। ওই ট্রাফিক কনস্টেবলের নাম কাজী মাসুদ (৩৮)। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামে। বাবার নাম কাজী হেমায়েত উদ্দিন। জানা গেছে, নিহত কাজী মাসুদ ট্রাফিক উত্তরা পূর্ব জোনে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Discussion about this post