ঢাকা:অ্যান্টোনিও রুডিগারের নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নাটকীয় জয় পেয়ে কোপা দেল রের ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের ফিরতি লেগে ৪-৪ গোলে ড্র করলেও প্রথম লেগে ১-০ গোলের জয়ের সুবাদে ফাইনালে উঠেছে কার্লো আনচেলত্তির দল।মঙ্গলবার (১ এপ্রিল) সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়ালের হয়ে চার গোল করেন এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, অঁহেলিয়া চুয়ামেনি এবং রুডিগার। সোসিয়েদাদের হয়ে দুইবার স্কোরশিটে নাম তোলেন মিকেল ওইয়ারসাবাল, আর একটি করে গোল করেন আন্দের বারেনেচিয়া ও লুকা সুচিচ।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। ১৬ মিনিটে আন্দের বারেনেচিয়া গোল করে সফরকারীদের এগিয়ে দেন। তবে ৩০ মিনিটে দুর্দান্ত চিপ শটে সমতা ফেরান এন্দ্রিক। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে আত্মঘাতী গোলে রিয়াল পিছিয়ে পড়ে, এরপর ৮০ মিনিটে ওইয়ারসাবালের আরেকটি গোল ফাইনালের পথে এগিয়ে দেয় সোসিয়েদাদকে। তবে ৮২ ও ৮৬ মিনিটে বেলিংহ্যাম ও চুয়ামেনির গোলে সমতায় ফেরে রিয়াল।ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে আরও এক গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান ওইয়ারসাবাল। তবে ১১৫ মিনিটে আর্দা গিলেরের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে রিয়ালকে জয় এনে দেন রুডিগার।ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে বার্সেলোনা বা আতলেতিকো মাদ্রিদের মধ্যে বিজয়ী দল। তাদের সেমিফাইনালের প্রথম লেগ ৪-৪ গোলে ড্র হয়েছিল, ফিরতি লেগ বুধবার অনুষ্ঠিত হবে।
Discussion about this post