ঢাকা: দমন-পীড়ন নয়, সরকার মানুষকে রক্ষা করবে বলে মন্তব্য করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দমন-পীড়ন নয়, সরকার মানুষকে রক্ষা করবে। আমার ওপর আস্থা থাকলে সহিংসতা বন্ধ করতে হবে। সহিংসতা হলে ধরে নেবো আমার প্রয়োজন নেই। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দীর্ঘ যাত্রা শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পাশে রেখে এসব কথা বলেন ড. ইউনূস। বিমানবন্দরে বেলা পৌনে তিনটার দিকে দেয়া বক্তব্যে ড. ইউনূস বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ জন্য অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, এটি হলো আমাদের শপথ। এটা আমারও রক্ষা করতে চাই। এগিয়ে যেতে চাই। তিনি আরও বলেন, সরকার হয়ে উঠেছিল দমনপীড়নের একটি যন্ত্র। এটা সরকার হতে পারে না। সরকারকে দেখে মানুষ উৎফুল্ল হবে। যে সরকার মানুষকে রক্ষা করবে। আমাদের সারা বাংলাদেশ একটি পরিবার। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, মানুষ মানুষকে আক্রমণ করছে। সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে । সবাইকে রক্ষা করা আমাদের কাজ। প্রতিটা মানুষ আমাদের ভাই। বিশৃঙ্খলা অগ্রগতির বড় শত্রু। আইন-শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রথম কাজ। দেশে চলা অরাজকতা নিয়ে তিনি বলেন, আপনারা যদি আমার ওপর বিশ্বাস, ভরসা রাখেন, নিশ্চয়ই কারও ওপর হামলা হবে না। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি করতে না পারি, আমার প্রয়োজন নাই। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমার কথা আপনারা শুনবেন। আমার কথা না শুনলে, আমাকে প্রয়োজন নাই।
Discussion about this post