ঢাকা : দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মৃত্যুবরণকারী ল্যান্স কর্পোরাল কফিল মজুমদারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সিএমটিডিতে এই শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেনাপ্রধান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও নৌ, বিমানবাহিনীর কর্মকর্তারা এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। ল্যান্স কর্পোরাল কফিল মজুমদার মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে গত ৬ এপ্রিল আনমিস (দক্ষিণ সুদান) এ মৃত্যুবরণ করেন। বুধবার (১৩ এপ্রিল) তার মরদেহ দেশে এসে পৌঁছায়। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে এই সেনাসদস্যের মরদেহ তার গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগতিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
Discussion about this post