আন্তর্জাতিক ডেস্ক: শনিবার দক্ষিণ থাইল্যান্ডে গোলাগুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। থাই পুলিশ জানিয়েছে, অফিসাররা এখনও সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছেন। রাজধানী ব্যাংকক থেকে প্রায় ৬০০ কিলোমিটার দক্ষিণে সুরাট থানি প্রদেশের খিরি রাত নিখোম জেলায় বিকাল ৫ টায় ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশ প্রধান ক্রিয়াংক্রাই ক্রাইকাইউ এএফপিকে বলেছেন, ‘চারজন মারা গেছে।’ তবে তিনি এর বেশি তথ্য জানাতে অস্বীকার করেছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গ্রামের একজন প্রাক্তন প্রধানের বাড়ির কাছে গুলি চালানো হয়েছে। থাইল্যান্ডে বন্দুকের মালিকানার উচ্চ হার রয়েছে এবং সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার মধ্যে একটিসহ গত এক বছরে বেশ কয়েকটি সহিংস ঘটনার রেকর্ড রয়েছে। অক্টোবরে একজন প্রাক্তন পুলিশ সার্জেন্ট উত্তর-পূর্ব নং বুয়া লাম ফু প্রদেশে গণগুলি চালিয়ে ৩৬ জনকে হত্যা করে যার মধ্যে ২৪ শিশু ছিল। এছাড়াও গত মাসে ফেচাবুরি প্রদেশের গুলিতে তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছিল।
Discussion about this post