আন্তর্জাতিক ডেস্ক:দক্ষিণ চীন সাগরের একটি নতুন তেলের খনির সন্ধান পেয়েছে চীন। চীনের সরকারি তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি, চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন (সিএনওওসি), এই খনিটি আবিষ্কার করেছে। খনিটির নাম দেওয়া হয়েছে হুইঝৌ ১৯-৬, এবং এটি ১০ কোটি টনেরও বেশি তেল ধারণ করে বলে ধারণা করা হচ্ছে। খনিটির অবস্থান সাগরের কোনো বিতর্কিত স্থানে নয় এবং এটি চীনের নিজস্ব ইকোনমিক জোনের মধ্যে পড়েছে।হুইঝৌ ১৯-৬ খনি সাগরপৃষ্ঠের ৩০০ ফুট গভীরে অবস্থিত এবং এর থেকে বর্তমানে দৈনিক ৪১৩ ব্যারেল তেল ও ৬৮ হাজার ঘণফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় বন্দর শহর শেনজেন থেকে খনিটির দূরত্ব ১৭০ কিলোমিটার।এই আবিষ্কার চীনের জ্বালানি নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ চীন বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারী দেশ।
Discussion about this post