আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ গাজা উপত্যকা থেকে বেশ কিছু সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে ইসরায়েল। যদিও তাদের একটি ‘উল্লেখযোগ্য বাহিনী’ গাজার বাকি অংশে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে দেশটি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সেনা প্রত্যাহার করা হচ্ছে খান ইউনিস থেকেও। সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়, রোববার ৭ এপ্রিল, আইডিএফ-৯৮ কমান্ডো ডিভিশন খান ইউনিসে নিজেদের মিশন শেষ করেছে। এ বাহিনীর গাজা ছেড়ে যাওয়ার উদ্দেশ্য, ভবিষ্যতের অভিযানের জন্য প্রস্তুত ও পুনরুদ্ধার করা। এতে আরও বলা হয়, আইডিএফ-১৬২ কমান্ডো ডিভিশন ও নাহাল ব্রিগেডের নেতৃত্বে একটি উল্লেখযোগ্য বাহিনী গাজা উপত্যকায় কাজ করে চলেছে। আইডিএফ তাদের কাজের স্বাধীনতা ও সুনির্দিষ্ট গোয়েন্দা ভিত্তিক অপারেশন পরিচালনার ক্ষমতা রক্ষা করবে। রয়টার্সকে ইসরায়েলি সেনার পক্ষ থেকে জানানো হয়, তারা একটি ব্রিগেড গাজা রেখে যাবে। একটি ইসরায়েলি ব্রিগেড সাধারণত কয়েক হাজার সৈন্য দ্বারা গঠিত। এদিকে গাজা থেকে সেনা প্রত্যাহার ইসরায়েলিদের ‘কৌশল’ হতে পারে বলে ধারণা করছেন অনেকে। রাফাহ শহরে স্থল আক্রমণের জন্য প্রস্তুত হতে ইসরায়েলিরা একটি বাহিনীকে পুনরায় মোতায়েন করতে পারে। যুক্তরাষ্ট্রও এই ‘ডেট সেট প্ল্যান’ সম্পর্কে অবগত। তবে এ নিয়ে হোয়াইট হাউস সংশ্লিষ্টরা মনে করছেন, ইসরায়েলী সৈন্যদের ‘বিশ্রাম ও সংস্কার’ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটির মুখপাত্র জন কিরবি বলেছেন, ইসরায়েলি সেনারা গত চার মাস ধরে ওই ভূমিতে অবস্থান করছে। আমরা জেনেছি, তারা ক্লান্ত। তাদের বিশ্রাম ও সুস্থতা দরকার।
Discussion about this post