আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার মুআন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়নহাপ সংবাদ সংস্থা। আজ রোববার (২৯ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড থেকে আসা জেজু এয়ারলাইন্সের বিমানটি ১৭৫ জন যাত্রী এবং ছয়জন ক্রুসহ দক্ষিণ কোরিয়ার ওই বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। ইয়নহাপের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। একজন বিমানবন্দর কর্মকর্তা রয়টার্সকে জানান, বিমানটির লেজের অংশে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ চালানো হচ্ছে। স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে বিমানটির কিছু অংশে ধোঁয়া এবং আগুন জ্বলতে দেখা গেছে। শুক্রবার রাজনৈতিক সংকটের মধ্যে দেশের আগের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অভিশংসিত হওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত চোই সুং-মোক, সর্বাত্মক উদ্ধার কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে তার কার্যালয়। জেজু এয়ারলাইন্সের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা এই ঘটনাগুলো যাচাই করছে।
Discussion about this post