বিশেষ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের চিত্র সামনে এসেছে। শুক্রবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাত নারীর (বয়স আনুমানিক ৩০) খণ্ডিত মরদেহ। মরদেহটি বস্তাবন্দি অবস্থায় ছিল, তবে মাথা ও শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়নি। ঘটনাস্থলে প্রথম উপস্থিত গার্মেন্টস ব্যবসায়ী রাকিব হোসেন জানান, রাস্তার পাশে পড়ে থাকা বস্তা থেকে পচা দুর্গন্ধ পেয়ে খুলে দেখলে একটি মানুষের শরীরের অংশ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ‘মরদেহটি নৃশংসভাবে খণ্ডিত। প্রাথমিকভাবে আমাদের ধারণা, নারীটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে খণ্ডিত করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছে।’ তিনি আরও জানান, মরদেহের অন্যান্য অংশ এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্তে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত হয়নি। আইনি প্রক্রিয়া শেষে খণ্ডিত দেহাংশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত অব্যাহত রয়েছে।
Discussion about this post