ডেস্ক রিপোর্ট: থাইল্যান্ডের ভিসা পুনরায় আবেদন করা যাবে বলে ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত রয়্যাল থাই দূতাবাস। রোববার (১৯ সেপ্টেম্বর) দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (২০ সেপ্টেম্বর) থেকে থাইল্যান্ডে যেতে ইচ্ছুকরা ভিসা ও সার্টিফিকেশন অব এন্ট্রি (সিওই) আবেদন করতে পারবেন। আবেদনকারীদের করোনাকালীন নিয়ম মেনে চলতে হবে। ১৪ দিনের কোয়ারেন্টাইনসহ করোনার টিকা নেওয়া থাকতে হবে। এর আগে থাইল্যান্ডের পর্যটন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, যাদের কোভিড-১৯ টিকার দুটি ডোজ সম্পূর্ণ, তাদের আর ব্যাংককসহ চার প্রদেশের হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। করোনার প্রকোপের মধ্যে ফুকেট শহরে চালু করা হয় ‘স্যান্ডবক্স স্কিম’। যাতে বলা হয়, ফুকেটে প্রবেশের ১৪ দিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার দুটি ডোজ দিতে হবে। রওনা দেওয়ার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে।
Discussion about this post