ঢাকা: বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ভিসা ফি বাড়ছে। ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে নতুন এই ফি কাঠামো কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকার রয়েল থাই অ্যাম্বাসি।বুধবার (৬ আগস্ট) রয়েল থাই অ্যাম্বাসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত যারা ফি পরিশোধ করবেন, তারা আগের হার অনুযায়ী টাকা দেবেন। তবে ১ সেপ্টেম্বর থেকে নতুন হারই কার্যকর হবে।নতুন ভিসা ফি অনুযায়ী:সিঙ্গেল ট্রানজিট ভিসা: ৩,৬০০ টাকাডাবল ট্রানজিট: ৭,২০০ টাকাটুরিস্ট ভিসা: ৪,৫০০ টাকামাল্টিপল টুরিস্ট ভিসা: ২২,৫০০ টাকানন–ইমিগ্রান্ট (১ বছর): ২২,৫০০ টাকাএছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ও এলটিআর ভিসার ফি আগের তুলনায় অনেক বেশি করা হয়েছে।পাসপোর্ট ইস্যু ও নথিপত্র লিগালাইজেশনের ফি এখন ২,০০০ থেকে ৬,৮০০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।১ সেপ্টেম্বর থেকে অনলাইনে ভিসা ফি জমার সুবিধাও চালু হচ্ছে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড–এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন।দূতাবাস জানিয়েছে, নির্ধারিত পরিমাণে ও একবারেই ফি পরিশোধ করতে হবে। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয় এবং কোনো অর্থ ফেরতও দেওয়া হবে না।ভবিষ্যতে আরও কিছু সেবার ফি পুনর্নির্ধারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে থাই দূতাবাস।
Discussion about this post