আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর। বৃহস্পতিবার এক অনলাইন প্রতিবেদনে নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ডেইলি মিরর জানায়, আগামী মাসের ২ বা ৩ তারিখে গোতাবায়া দেশে ফিরতে পারেন। বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে স্ত্রীসহ অবস্থান করছেন গোতাবায়া। সেখান থেকেই তিনি যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। গত মাসে দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে জনগণের তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান তিনি। সেখান থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে সিঙ্গাপুরে পৌঁছান। পরে সেখানে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর থাইল্যান্ডের ব্যাংককে চলে যান। আগামী নভেম্বর মাস পর্যন্ত তার থাইল্যান্ডে অবস্থানের ভিসার মেয়াদ রয়েছে।
Discussion about this post