ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: প্রথমবারের মতো ইভিএম-এ ভোট গ্রহণ হয়েছে ত্রিশাল পৌরসভা উপনির্বাচনে। মেয়র পদে আমিনুল ইসলাম আমিন ১০ হাজার ২৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ এবিএম আনিসুজ্জামানের পত্নী পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। শনিবার (৯মার্চ) দিনভর ভোট শেষে সন্ধ্যার দিকে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ১৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। ত্রিশাল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ১৮০ জন। গত বছরের ২৮ নভেম্বর ত্রিশালের বর্তমান সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামান মেয়র পদ থেকে পদত্যাগ করে এমপি হওয়ায় পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন দেয় নির্বাচন কমিশন।
Discussion about this post