লালমনিরহাট প্রতিনিধি: জেলা সদরের খুনিয়া গাছ ইউনিয়নের ত্রিমোহনী সেতুর নিচ হতে আজ বৃহস্পতিবার সকালে বস্তার ভিতর বন্দি অবস্থায় হাত-পায়ে শিকল দিয়ে বাঁধা সজ্ঞাহীন যুবককে উদ্ধার করেছে পুলিশ। এই যুবকের নাম জাহিদ হোসেন (৩০)। বর্তমানে গুরুতর অসুস্থ এই যুবকের সদর উপজেলার হাসপাতালে চিকিৎসা চলছে। যুবক জাহিদ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুরবাজার মহল্লার মৃত আবু বক্করের ছেলে। সেতুর নিচে পানি না থাকায় প্রাণে বেঁচে গেছে। প্রত্যক্ষদর্শী প্রধান শিক্ষক কার্তিক কুমার আচার্য জানান, প্রাতঃ ভ্রমণে গিয়ে ত্রিমোহনী সেতুর নিচে একটি বস্তা দেখতে পাই। বস্তার ভিতরে কিছু এটা ছিল। বিষয়টি গ্রামবাসী ও পুলিশকে জানাই পুলিশ এসে পড়ে থাকা বস্তার ভিতর হতে এই যুবককে উদ্ধার করে। জাহিদ কে মৃত ভেবে ফিলে দেয়া হতে পারে। কিন্তু সৃষ্টি কর্তা অশেষ কৃপায় সে বেঁচে ছিল। হাসপাতালের আরএমও কামরুল হাসান প্রিন্স জানান, যুবকটিকে চেতনা নাশক ইনজেশন প্রয়োগ করে অজ্ঞান করা হয়ে থাকতে পারে। তার চিকিৎসা চলছে। এখন কিছুটা সুস্থ অনুভব করছে। সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, যুবকটিকে উদ্ধারের পর দ্রুত তাকে হাসপাতালে চিকিৎসার দিতে ভর্তি করানো হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার মত পরিস্থিতে নেই। সুস্থ হলে তাঁকে জিজ্ঞাস করা হবে। এভাবে কারা এখানে কি কারণে নিয়ে এসেছি। কোথায় তাকে কারা কেন নির্যাতন করেছে। অবশ্যই দোষীদের আইনের আওতায় আনা হবে। এদিকে একটি সূত্রে জানা গেছে, এই জাহিদ হোসেন সম্পর্কেও খোঁজ খবর নিতে হবে। রাজপুর তিস্তার দূর্গম চর হওয়ায় সেখানে নানা অপরাধ সংঘটিত হয়। কোন অপরাধ চক্রের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দের জের কিনা সেটাও দেখতে হবে। কেউ কেউ বলছে এই চরাঞ্চলে পূণরায় জঙ্গিবাদ বা উগ্রমৌলবাদ ঘাঁটি করেছে কিনা খতিয়ে দেখতে হবে।
Discussion about this post