স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁও কারওয়ান বাজার রেললাইন সংলগ্ন মোল্লাবাড়ি বস্তি আগুনের ঘটনায় দগ্ধ দুই।দগ্ধরা হলেন, মা নাজমা বেগম (২৫) ও তার ছেলে মোঃ নজরুল ইসলাম (০৪)।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার(১২ জানুয়ারি)রাত সাড়ে তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের দুই জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তরিকুল ইসলাম জানান,কারওয়ানবাজর থেকে আমাদের এখানে দুই জন এসেছে নাজমা বেগম ২৪ শতাংশ দগ্ধ ও তার ছেলে নজরুল ইসলাম ধোয়ায় অসুস্থ হয়েছে।তাদের দুজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি। জানা যায় দগ্ধ নাজমা বেগমের গ্রামে বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার দাসপাড়া ফকির বাড়ি গ্রামের মোঃ ওমর ফারুকে স্ত্রী। বর্তমানে ওই বস্তুতেই থাকতেন।
Discussion about this post