আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় ধ্বংসস্তূপে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ চলছে। এ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্কের ১০টি অঞ্চল। এ অবস্থার মধ্যে ধ্বংসস্তূপ এলাকায় লুটপাটও চলছে। লুটপাটের এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ৪৮ জনকে গ্রেপ্তার করেছেন দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভিন্ন ভিন্ন আটটি প্রদেশ থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। গত সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের ভূকম্পনপীড়িত ১০টি অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে।
Discussion about this post