কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় কুতুপালং শরণার্থী শিবিরে গত তিন দিনে স্বেচ্ছাসেবকসহ তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে কুতুপালং ক্যাম্পে মো. এরশাদ নামে এক রোহিঙ্গা শরণার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত এরশাদ কুতুপালং এক্সটেনশন ক্যাম্প-৪ এইচ ব্লকের বাসিন্দা। এর আগে মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে পাহারায় দায়িত্বে থাকা মো. জাফর (৩৫) নামে এক স্বেচ্ছাসেবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার আগের দিন সোমবার রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এসব হস্ত্যাকাণ্ডের বিষয়ে ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে গত কয়েক দিনে তিনজন হত্যার শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Discussion about this post