ঢাকা:রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ধূমকেতু ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।গতকাল শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।কমিটির সদস্যরা হলেন— বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোছা. হাসিনা খাতুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশিশ কুমার, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল।উল্লেখ্য, গত শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে দুটি ট্রেনের একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল। সংঘর্ষে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে স্টেশন এলাকায় হওয়ায় বিকল্প লাইন থাকায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়নি।এ ছাড়া লাইনচ্যুত বগি যাত্রীবিহীন থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেন উদ্ধার হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ক্রেন ধূমকেতু এক্সপ্রেসের বগিগুলো উদ্ধার করে।
Discussion about this post