স্পোর্টস রিপোর্ট: বয়সে সাইত্রিশকেও ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। এই সময়ে ইনজুরিও বেশ ভুগাচ্ছে এলএম টেনকে। তবে বয়স কিংবা চোঁট সবকিছু সামলে বর্তমান বিশ্ব ফুটবলের মহাতারকা ছুটে চলছেন তার আপন গতিতে। মাঠের পারফর্মেন্সে এখনও রীতিমতো উড়ছেন ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন তারকা। মাত্র ৩ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। গত ১৬ই অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে বলিভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। আজ হ্যাটট্রিক করলে ইন্টার মিয়ামির হয়ে। রবিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় ঘরের মাঠ ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে খেলতে নামে ইন্টার মিয়ামি। এ ম্যাচেই মেসির হ্যাটট্রিক আর লুইস সুয়ারেজের জোড়া গোলের সৌজন্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামি ৬-২ ব্যবধানে পরাজিত করে নিউ ইংল্যান্ডকে। সেইসঙ্গে এমএলএসের নিয়মিত মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ফ্লোরিডার দলটি মৌসুমের প্রথম ৩৪ ম্যাচ শেষে এখন ইন্টার মিয়ামির পয়েন্ট ৭৪। যেখানে রয়েছে ২২টি জয় ও ৮টি ড্রয়ের সঙ্গে ৪ ম্যাচে হার। এর আগে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি ছিল নিউ ইংল্যান্ডের। ২০২১ সালে গড়া সেই রেকর্ড ভেঙে এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি-সুয়ারেজরা অথচ, এদিন মিয়ামির শুরুটা হয়েছিল খুব বাজেভাবে। ২ মিনিটেই প্রথম গোল হজম করার পর ৩৪ মিনিটে নিউ ইংল্যান্ড ব্যবধান ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। তবে ৪০ থেকে ৪৩ এই তিন মিনিটের মধ্যে সুয়ারেজের জোড়া গোলে সমতায় ফিরে প্রথমার্ধের খেলা শেষ করে মিয়ামি। ম্যাচের ৫৮ মিনিটেই বদলি হিসেবে মাঠে নেমে গোল উৎসবে মাতেন লিওনেল মেসি। আর্জেন্টিনার অধিনায়ক মাঠে নামার পরপরই বেঞ্জামিন ক্রিমাশ্চির গোলে এগিয়ে যায় মিয়ামি। এরপরই শুরু হয় মেসির শো। ৭৮ থেকে ৮৯ এই ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন তারকা। ৭৮ মিনিটে প্রথম গোলটিতে সহায়তা করেন সুয়ারেজ, ৮১ মিনিটের দ্বিতীয় গোলের অ্যাসিস্টদাতা বার্সেলোনার আরেক সাবেক তারকা জর্দি আলবা। ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করা গোলের সহায়কও সেই সুয়ারেজ। এই হ্যাটট্রিকের সৌজন্যে এমএলএসের চলতি মৌসুমে ১৯ ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ২০টি। ম্যাচ শেষে মেসিকে শুরু থেকে মাঠে না নামানোর ব্যাখা দেন মিয়ামির কোচ জেরার্ডো মার্টিনো। তিনি বলেন, ‘বড় একটা চোটের পর তার সেরে ওঠা এবং আবার দলের সঙ্গে যুক্ত করা নিয়ে আমাদের সতর্ক থাকতে হয়েছে। জাতীয় দল এবং আমরাও এটা নিয়ে খুব সতর্ক ছিলাম।’ আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগেই সাপোর্টার্স শিল্ড জিতেছিল ইন্টার মিয়ামি। আজ সেই ট্রফি নিয়ে আনুষ্ঠানিক উদযাপনে মেতে উঠেন মেসি-আলবা-সুয়ারেজরা।
Discussion about this post