বিশেষ প্রতিনিধি : দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবার গভীরতম স্তর থেকে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। এ লক্ষ্যে চীনা প্রতিষ্ঠান চুয়ানগিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানির (সিসিডিসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) পেট্রোবাংলা ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।চুক্তি অনুযায়ী, তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে দুটি গভীর অনুসন্ধান কূপ খনন করবে সিসিডিসি। তিতাসের কূপটির গভীরতা হবে ৫৬০০ মিটার এবং বাখরাবাদের কূপটির গভীরতা হবে ৪ হাজার ৩০০ মিটার। এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে ৭৯৮ কোটি টাকা। এর মধ্যে সরকারের পক্ষ থেকে ঋণ হিসেবে ৫৫৮ দশমিক ৬০ কোটি টাকা এবং বাকি ২৩৯ দশমিক ৪০ কোটি টাকা বিজিএফসিএল নিজস্ব তহবিল থেকে দেবে।পেট্রোবাংলা জানিয়েছে, এই কূপ দুটি উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার (হাই প্রেসার ও হাই টেম্পারেচার) হবে, যা বাংলাদেশে প্রথমবারের মতো খনন করা হচ্ছে। তিতাস-৩১ ডিপ কূপটির রিজার্ভার প্রেসার প্রায় ১৫ হাজার পিএসআই এবং তাপমাত্রা প্রায় ৩৯০ ডিগ্রি ফারেনহাইট হবে। এই ধরনের কূপ খননে সফলতা এলে দেশের গ্যাস রিজার্ভ বৃদ্ধি পাবে এবং জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।প্রকল্পটি জুলাই ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। কূপ দুটি খনন শেষ হলে তিতাস-৩১ ডিপ থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট এবং বাখরাবাদ-১১ ডিপ থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
Discussion about this post