বিশেষ প্রতিবেদন :নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৭ বছর বয়সী দুই জমজ বোনকে ধর্ষণের ঘটনায় ভিকটিমদের আইনি সহায়তা প্রদান, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা আইনজীবী ফোরামের জেলা যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুল হক ও সদস্য সচিব এ্যাড নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাছান পলাশ, নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুল হক, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট কাজী কবির, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পিপি মোনাক্কের বাহার প্রমূখ।জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এডভোকেট নুরুল আমিন লিখিত বক্তব্যে বলেন, জেলা কবিরহাট উপজেলায় দুই জমজ শিশু ধর্ষণের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে ওই দুই ভিকটিমকে আইনি সহায়তা প্রদান, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক সহায়তা প্রদানের নিদের্শ দেন। পরবর্তীতে ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশে আমরা নোয়াখালী আইজীবি ফোরামের ৭ সদস্য বিশিষ্ট একটি টিম দুই বোনকে ধর্ষণ অভিযোগ অনুসন্ধান ও এজহারকারী ও ভিকটিমদেরকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করি।জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাছান পলাশ বলেন, ‘২০১৮ সালের জাতীয় নির্বাচনে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ায় পারুলকে ধর্ষণের ঘটনায় আমরা দলগতভাবে তাকে জাতীয়তাবাদী আইজীবী ফোরামের উদ্যোগে সকল ধরনের আইনি সহায়তা প্রদান করেছি। ওই মামলায় আমরা বাদি পক্ষ ন্যায় বিচারও পেয়েছি। কবিরহাটের এই ঘটনায়ও আমরা দুই ভিকটিমকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আইনি সহায়তাসহ সব ধরণের সহযোগিতা করবো এবং ন্যায় বিচার নিশ্চিতে ভিকটিমের পরিবারের পাশে থাকবো’।এর আগেই গতকাল শুক্রবারে ভিকটিমের বাড়ি পরিদর্শন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাত সদস্য।
Discussion about this post