তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তারাকান্দা উপজেলার কোদালধর এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে হিমালয় পেট্রোল পাম্পের পাশে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বলেন, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।
Discussion about this post