বিনোদন প্রতিবেদকঃ ঈদ আয়োজনে নেক্সাস টেলিভিশনে এই সময়ের জনপ্রিয় সেলিব্রিটিদের নিয়ে থাকছে ‘দ্য আরজে কিবরিয়া শো’। শারমিন দীপ্তির প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের ৬ দিন রাত ৯.০০টায়। ৪০ মিনিট ব্যাপী এ অনুষ্ঠানে প্রতিটি পর্বে থাকবেন একজন অতিথি। অতিথিরা হলেন চিত্রনায়িকা বুবলী, নুসরাত ফারিয়া, চিত্রনায়ক শরীফুল রাজ, জায়েদ খান, ফুড ব্লগার রাফসান ও এনিমেটর শামীমা শ্রাবনী।
প্রযোজক শারমিন দীপ্তি বলেন, আরজে কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি দর্শকদের কাছে ভীষণ ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এ এক নতুন আইডিয়া, না দেখলে বোঝানো যাবে না। আরজে কিবরিয়ার মাধ্যমে জানা যাবে সেলিব্রিটিদের অজানা অধ্যায়। অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগায় আছন্ন করবে এতে কোনো সন্দেহ নেই।
Discussion about this post