ঢাকা: দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে কিশোরগঞ্জের হাওর অঞ্চল। রোববার (২৮ ডিসেম্বর) সকালে জেলার নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বেলা সাড়ে ১১টায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, নিকলীই আজ সারা দেশের শীতলতম স্থান।আবহাওয়াবিদদের মতে, এই শীতের দাপট এখনই কমছে না; বরং আগামীকাল সোমবার শীতের তীব্রতা আরও কিছুটা বাড়ার আশঙ্কা রয়েছে। চলতি মাস জুড়েই এই পরিস্থিতি অব্যাহত থাকবে এবং তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।তীব্র কুয়াশা আর কনকনে হিমেল বাতাসে বিশেষ করে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। সকালে সূর্য দেখা দিলেও বাতাসের কারণে শীতের অনুভূতি তীব্র হচ্ছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে।
























































Discussion about this post