ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে আগামী তিন বছরের জন্য ৫ শিক্ষাবিদকে মনোনয়ন দিয়েছে সরকার। বুধবার (১৩ জুলাই) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।মনোনীতরা হলেন—ঢাবির ইংরেজি বিভাগের অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ২০(১)(ই) ও ২০(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ পাঁচজন শিক্ষাবিদকে তিন বছরের জন্য সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হলো।
Discussion about this post