স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহবাগের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশে থেকে অজ্ঞাতনামা (৬০)এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(০৬ ডিসেম্বর)দুপুর একটার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোনায়েম জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের পাশ থেকে এক বৃদ্ধের অংশিক পচনশীল মরদেহ উদ্ধার করি। পরে প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, আমরা জানতে পারি নিহত বৃদ্ধ ওই এলাকাতে থাকতেন ও তার নাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে।আমাদের ধারণা তিনি অসুস্থতা জড়িত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।আমরা সিআইডি ক্রাইম সিমকে খবর দিয়েছি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলে জানান তিনি।
Discussion about this post