মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছাদ উড়ে যাওয়ার পরও বেপরোয়া গতিতে বাস চালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. আব্দুল কাদের জিলানী। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোলপ্লাজা থেকে বাসচালক শহিদুল শেখকে (৩০) গ্রেপ্তার করা হয়। সে গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার ফজলু শেখের পুত্র। পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল রাতে ৬০ জন যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসে বরিশাল এক্সপ্রেস। রাত ৯টার দিকে এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়ায় বাসটি। এসময় ছাদ উড়ে গেলে যাত্রীদের ঝুঁকিতে ফেলে আরও দ্রুতগতিতে সেটি চালিয়ে কুমারভোগ এলাকায় বাসটি রেখে পালিয়ে যান চালক। এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে বাদী হয়ে মামলা দারের করেন পুলিশের উপপরিদর্শক আতিউর রহমান।
Discussion about this post