ঢাকা: রাজধানী ঢাকার সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছাড়তে শুরু করেছে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা, কুমিল্লা, রাজশাহীসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির গণসমাবেশ-কে কেন্দ্র করে যান চলাচল বন্ধ ছিল। কিন্তু বিকাল থেকে যাত্রীদের চাপ বাড়ায় বাস ছাড়তে শুরু করেছে। জানা যায়, যাত্রী কম এবং গাড়ি ভাঙচুরের আতঙ্কে কাউন্টার বন্ধ রাখা হয়। বিকাল থেকে কাউন্টার খলুতে শুরু করেছে। ফলে বাস চলাচলও স্বাভাবিক ভাবে ছাড়তে শুরু করছে। বাস কাউন্টারের লোকজন জানান, তাদের কাউন্টার সকাল থেকে বন্ধ ছিল। কিছুক্ষণ আগে তারা খুলেছেন। ফলে গাড়ি চলাচল শুরু করছে। যাত্রী না থাকায় গাড়ি ছাড়া হয়নি। সমাবেশের আতঙ্কেই তারা ঝুঁকি নিয়ে গাড়ি ছাড়েনি। এখন সমাবেশ শেষ হওয়ায় গাড়ি ছাড়া শুরু করেছেন বাস মালিকরা।
Discussion about this post