ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি নঈম উদ্দিন (৫৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার বাবার নাম মতি মিয়া। কয়েদী নং ৩৯০৫/এ। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারারক্ষি মারুফউজ্জামান তাকে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, কারাগারে অসুস্থ্য হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার মামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
Discussion about this post