ঢাকা : তিনদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। ম্যারি এলিজাবেথ সোমবার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রে এ তথ্য জানা যায়। ডেনমার্কের রাজকুমার ফ্রেডরিকের স্ত্রী ম্যারি তার সফরসূচির প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন। দুপুরে ঢাকায় ডেনমার্কের রাষ্ট্রদূতের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন রাজকুমারী। বিকেল ৫টার দিকে তার কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র জানায়, মিয়ানমার জান্তা সরকারের নির্যাতন ও নিপীড়নের ফলস্বরূপ বিতাড়িত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশা দেখতে ম্যারি কক্সবাজার সফর করবেন। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপরে পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন তিনি। জলবায়ু ঝুঁকিপূর্ণ ওই এলাকার জনপদ এবং সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ ঘুরে দেখবেন রাজকুমারী। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গেও কথা বলবেন ম্যারি এলিজাবেথ। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছাও রয়েছে ডেনিশ রাজকুমারীর।
Discussion about this post