বিনোদন ডেস্ক: সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় ঢাকায় আসছেন না লিউডের নৃত্যশিল্পী নোরা ফতেহি। একটি পুরস্কার বিতরণী আয়োজনে অংশ নিতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তার ঢাকায় আসার কথা ছিল। অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ডলার-সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে, জানুয়ারির দিকে নোরা আসবেন বলে তিনি জানান। নোরা ফতেহি ‘সাকি সাকি’ ও ‘দিলবার’ গানে নাচের মাধ্যমে ঝড় তুলে ব্যাপক সারা পান। আইটেম গানের শিল্পী হিসেবে নোরা বলিউডের বেশ কিছু ছবিতেও নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে ‘বাহুবলী: দ্য বিগিনিং’,‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’। হিন্দির পাশাপাশি দক্ষিণি ছবিতেও নোরা সমান দক্ষ। এছাড়া রিয়েলিটি শোতেও নজরকাড়েন তিনি।
Discussion about this post