ঢাকা: কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে বুধবার রাতে ঢাকায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করার কথা জানায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এদিন রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর নির্দেশনা মোতাবেক এই মোতায়েন সম্পন্ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
Discussion about this post