বিনোদন ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বরাবরই থাকে সমালোচনা আর বিতর্ক। সেই ধারাবাহিকতা চলমান নবম আসরেও। ডিসিশন রিভিউ সিস্টেম না থাকা, আম্পায়ারদের সিদ্ধান্ত মেনে মাঠ ছাড়তে না চাওয়া, ইনিংস শুরুর আগে হুট করে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের মাঠে নেমে যাওয়াসহ অনেক বিতর্কই জন্ম দিয়েছে এবারের বিপিএল। এছাড়া চলতি আসরে নিয়ে রয়েছে অব্যবস্থাপনার ছাপ। তবে সব সমালোচনার মধ্যে থাকা বিপিএলের গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেয়, সমাপনী অনুষ্ঠানে জমকালো আয়োজন। যেখানে পারফর্ম করতে দেখা যেতে পারে ভারতের লাস্যময়ী আইটেম গার্ল নোরা ফাতেহি। গতকাল বৃহস্পতিবার মিটিং শেষে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল গণমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তারা জানান, ‘মাঠে কিন্তু দর্শক আসছে। দুইদিন আগে যেরকম দর্শক দেখেছি, ফাইনাল ছাড়া এমন দর্শক আমি আগে দেখিনি, সেটাও ওয়ার্কিং ডে-তে। সমাপনী অনুষ্ঠান হবে, জাঁকজমক হবে। আর অবশ্যই চমক থাকবে।’
Discussion about this post