ঢাকা: ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১০৬ শ্রমিকের ১০৩ কোটি টাকা দিতে লেবার অ্যাপিলেট ট্র্যাইব্যুনালের রায় বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ রুল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। ১০৬ শ্রমিক চাইলে শ্রম আদালতে গিয়ে মামলা করতে পারবেন বলে জানান আইনজীবী। এর আগে গ্রামীণ কল্যাণের সাবেক ১০৬ কর্মীকে মুনাফার অংশ দিতে নির্দেশ দিয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালের দেওয়া রায় অবৈধ ঘোষণা প্রশ্নে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ। সেইসঙ্গে এ সময়ে ১০৬ শ্রমিককে মুনাফা দিতে শ্রম আপিল ট্রাইব্যুনালের রায়ের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা স্থগিতই থাকবে বলে জানিয়েছিলেন সর্বোচ্চ আদালত।
Discussion about this post