বিনোদন ডেস্ক: অভিনেত্রী কঙ্গনার ডেঙ্গু জ্বর, শরীরও দুর্বল। এরপরও তার জীবনে এখন ‘ইমারজেন্সি’, ডেঙ্গু জ্বর নিয়েই প্রতিদিনের মতো ছবির শুটিংয়ে এলেন কঙ্গনা রানাউত। কঙ্গনার প্রযোজনা সংস্থা থেকে জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তবে এখন পরিচালনার দায়িত্ব কাঁধে নিয়ে কাজে কোনো রকম গাফলতি চাইছেন না তিনি। সূত্রের খবর, কঙ্গনার জ্বর বেশ কয়েক দিন ধরেই। সোমবার রক্ত পরীক্ষার রিপোর্টে ধরা পড়েছে ডেঙ্গু। তার রক্তে শ্বেতকণিকার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। যা ঝুঁকির বলেই মনে করছেন চিকিৎসকরা। ‘ইমারজেন্সি’তে কঙ্গনাকে দেখা যাবে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। মঙ্গলবার ছবির সেট থেকে অসুস্থ কঙ্গনার কর্মরত অবস্থার ছবি দিয়ে পোস্ট করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধমে। পোস্টে লেখা হয়, ‘জ্বর, রক্তে শ্বেতকণিকা সঙ্কেত দিচ্ছে। যখন ডেঙ্গু এসে তোমায় শুইয়ে দিতে চায়, তবু তুমি কাজে পৌঁছে যাও ঠিক সময়ে, তখন বুঝবে, প্যাশন নয়, এটা পাগলামি। স্যালুট আমাদের চিফ কঙ্গনাকে।’ ওই পোস্টের উত্তরে কঙ্গনাও তার দলের সদস্যদের ভালোবাসা জানিয়েছেন। তিনি লেখেন, ‘সবাইকে ধন্যবাদ। শরীর অসুস্থ হতে পারে, কিন্তু ইচ্ছেটা নয়।’
Discussion about this post