ঢাকা: সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঢাকার দুই মেয়র তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এই সরকার ডেঙ্গুর চেয়ে ভয়াবহ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে ডেঙ্গু সচেতনায় তিন দিনের কর্মসূচির উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে নাচ-গান দিয়ে স্বাগত জানিয়েছে সরকার। কমিশনের জন্য ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কিনতে চায়। আবার স্যাটেলাইট-২ উক্ষেপণ করতে চায়। অথচ দেশে হাসপাতাল নেই, মানুষ চিকিৎসা পাচ্ছে না। ডেঙ্গুর চাইতে ভয়াবহ বর্তমান সরকার। তিনি বলেন, কমিশনের জন্যই সরকার ফ্রান্সের কাছ থেকে এয়ারবাস কিনতে চায়। জনগণের টাকা চুরি করতে ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশে এনে এয়ারবাস কেনার চুক্তি করেছে সরকার। মির্জা ফখরুল বলেন, আবারও চুরি করার জন্যই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
Discussion about this post