ঢাকা: ডিমের আকাশছোঁয়া দাম বৃদ্ধি পাওয়ায় অভিযানে ৫ ডিম বিক্রেতা পাইকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১২ অক্টোবর) রাজধানীর কাপ্তান বাজার ও মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনার সময় এ জরিমানা করা হয়। ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম, কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করেন। আর ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান মোহাম্মদপুর টাউনহল বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। কাপ্তান বাজারে অভিযানে বিভিন্ন ফার্ম থেকে ডিম ক্রয় করা হলেও ক্যাশ মেমোতে ডিমের দর এবং মোট টাকার কথা উল্লেখ না থাকা, ডিম বিক্রিতে পাকা ক্যাশমেমো না থাকা, ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে মেসার্স মিলন এন্টারপ্রাইজ, মেসার্স জহিরুল ইসলাম ট্রেডার্স এবং মেসার্স মুস্তাফিজ ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আব্দুল জব্বার বলেন, ‘আমরা দেখলাম এক ব্যবসায়ী ১ লাখ ৮০০ পিস ডিম ক্রয় করেছেন কিন্তু কী রেটে ক্রয় করা হয়েছে তার তথ্য উল্লেখ নেই। ডিমগুলো বিক্রি করছেন পাইকারি রেটে কিন্তু কী রেটে বিক্রি করছেন সেই তথ্যগুলো আমরা পাচ্ছি না। কারণ, তারা পাকা ক্যাশ মেমো দিচ্ছেন না। মূল্য তালিকা টানানো বিধান ছিল সেটিও তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছেন না।’ এদিকে, ব্যবসায়ীদের দাবি- বড় বড় কোম্পানিগুলো পাকা রশিদ না দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘বিষয়টি পাইকারি ব্যবসায়ীরা আমাদের জানায়নি। আমরা লিখিত প্রতিবেদন দেবো এবং যেসব কোম্পানি পাকা রশিদ দিচ্ছে না তাদের আইনের আওতায় আনা হবে।’
Discussion about this post