স্টাফ রিপোর্টার(রাজশাহী): হেরোইন ও ইয়াবাসহ রাজশাহী মহানগরীতে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন (৩২) ও তার স্ত্রী মনিকা বেগম রঙ্গিলা (২৬)। সুমন মতিহার থানার চরশ্যামপুর এলাকার আকবর আলীর ছেলে। দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার তার সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে তাদের বিশেষ টিম মহানগরীর মতিহার থানার চরশ্যামপুর এলাকায় তাদের বাসায় অভিযান চালায়। এ সময় আসামি মনিকা ও সুমনের হেফাজত থেকে ৭৮ গ্রাম হেরোইন, ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Discussion about this post