ঢাকা: দেশে কয়েকদিন ধরেই ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে। ডায়রিয়া বা কলেরা আরও বাড়লে গেলে দুবাই, কাতার, আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানো বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরে ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন খুরশীদ আলম। স্বাস্থ্য মহাপরিচালক বলেন, ‘দেশে ডায়রিয়ার নিয়ন্ত্রণ হচ্ছে না। আর ডায়রিয়া বা কলেরা যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে দুবাই, কাতার, আবুধাবিসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশ থেকে জনশক্তি পাঠানোর ক্ষেত্রে সতর্কতার কথা বলেছে।’ ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়া সম্পূর্ণ নির্মূলের কথা তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, দেশে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে ম্যালেরিয়া রোগী বেড়েছে। ২০২১ সালে বাংলাদেশে মোট ম্যালেরিয়া রোগী ছিল সাত হাজার ২৯৪ জন। ওই সময়ে মৃত্যুবরণ করেছে নয় জন। আগের বছরে রোগী ছিল ছয় হাজার ১৩০ জন এবং মারা গিয়েছিল নয় জন।
Discussion about this post