বিনোদন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ডাব প্রতীক পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ সোমবার প্রতীক বরাদ্দের দিনে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছ থেকে এ প্রতীক পান তিনি। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে হিরো আলম বলেন, এবার আমার নির্বাচনী মার্কা ডাব। এই মার্কা নিয়ে মাঠ ঘাট চষে বেড়াতে চাই। তিনি বলেন, এর আগে যেভাবে মানুষ আমাকে সমর্থন দিয়ে এসেছে, আশা করছি এবারও পাশে থাকবে। আসনটিতে হিরো আলমের প্রতিদ্বন্দ্বীরা হলেন- জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, স্বতন্ত্র জিয়াউল হক ও স্বতন্ত্র মোশফিকুর রহমান। তানসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ফের নির্বাচন করার ঘোষণা দেন হিরো আলম। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র তুলেছিলেন এবং সেখানেই নির্বাচন করার ঘোষণা দেন তিনি।
Discussion about this post