রংপুর প্রতিনিধি: রংপুরে ডাক্তার দেখাতে যাওয়ার পথে ট্রাকচাপায় বিথী বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী মাহমুদ শাহ রফিক (২৭) ও ছেলে রাইয়ান (৪)। বুধবার (১ জুন) বেলা সোয়া ১১টার দিকে গঙ্গাচড়ায় উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উপজেলার পাইকান হাজিরপাড়া এলাকার মাহমুদ শাহ রফিক মোটরসাইকেলে তার স্ত্রী ও ছেলেকে নিয়ে রংপুরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। পথে ট্রাকচাপায় বিথী ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী ও ছেলে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
Discussion about this post