স্টাফ রিপোর্টার: র্যাব-১ এর সদস্যরা ডাকাতি ও ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ৫ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। শনিবার র্যাব এ তথ্য জানিয়ে বলেন, টঙ্গীর পূর্ব থানাধীন কেরানীটেক এলাকা থেকে এসব অপরাধীদের আটক করা হয়। আটকৃত ডাকাত দলের সদস্যরা হলো, রনি খাঁ (৩৫), কবির হোসেন (৩০), আকাশ মিয়া (২০), সুমন মিয়া (৪০) এবং জুয়েল মোস্তফা (২৫)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ টি ছুরি, ২ টি রামদা, ১ টি তলোয়ার, ১ টি কুড়াল, ও ১ টি দেশীয় অস্ত্র শাব দেওয়ার পাথর এবং ৪ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র্যাব জানায়, টঙ্গী এলাকায় কতিপয় সংঘবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন ধরে দিনের বেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে তারা ভয়ংকর হয়ে উঠে। দলটি টঙ্গী এলাকার সাধারণ লোকজনের বাসা-বাড়ি এবং যাতায়াতকারী গাড়ির আরোহীদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং বিভিন্ন ভাবে ভীতি প্রদর্শন করে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রীসহ সর্বস্ব ছিনিয়ে নিত। এই চক্রের ফাঁদে পরে অনেকেই শারীরিককভাবে লাঞ্ছনার শিকার হতেন। বিষয়টি র্যাবের দৃষ্টিগোচর হলে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারীর মাধ্যমে গ্রেফতার করে। র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকাসহ আশপাশের এলাকায় বাসা-বাড়ি, সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, গাড়ী, ব্যাটারী চালিত রিক্সা, টাকা পয়সা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ছিনিয়ে নিতো।
Discussion about this post