ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। মঙ্গলবার (0৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে একযোগে সব কেন্দ্রে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের নির্ধারিত ৮টি কেন্দ্রে (৮১০টি বুথ) শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে, যা সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও দীর্ঘ হচ্ছে। বিশেষ করে টিএসসি কেন্দ্রে লাইনের দৈর্ঘ্য নজরকাড়া—সেটি প্রাঙ্গণ ছাড়িয়ে রাস্তায় গড়িয়েছে। তবে অপেক্ষায় থেকেও শিক্ষার্থীদের মুখে ক্লান্তি নয়, বরং উচ্ছ্বাস ও উদ্দীপনাই স্পষ্ট।এদিকে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলো পরিদর্শনে বের হয়েছেন প্রার্থীরা। ভিপি পদে আলোচিত দুই প্রার্থী—ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম ও ছাত্রশিবির প্যানেলের আবু সাদিক কায়েম—সকালে উদয়ন স্কুল কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন।
Discussion about this post